1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
নওগাঁয় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রফিকুল ইসলাম নামে এক ছাত্রের মৃত্যু - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
নড়াইলের লোহাগড়া থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার ভূরুঙ্গামারীতে চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সভা ও সদস্য জয়নুদ্দীন আহমদের মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের যাত্রা উদেশ্যে শুভেচ্ছা স্মারক প্রদান রাউজান প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্টিত ধামইরহাটে বাল্যবিবাহে সহযোগিতার দায়ে মেয়ের মাকে ছয় মাসের জেল দিল ইউএনও গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে( দুদক )- এর অভিযান সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী’তে সিইও হিসেবে যোগদান করবেন মো: আবদুস সাত্তার কলকাতা সহ সারা দেশে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্ম দিবস ঢাকার শ্যামলীতে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না, সে যে দলের হোক: স্বরাষ্ট্র উপদেষ্টা

নওগাঁয় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রফিকুল ইসলাম নামে এক ছাত্রের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৭ বার পড়া হয়েছে

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁর মান্দায় বেড়াতে এসে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রফিকুল ইসলাম নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তির মৃত্যুহয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলার ২নং ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর মধ্যপাড়া এলাকায় আত্রাই নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজের ৩ ঘন্টা পর রাজশাহী ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ডুবরি দল আত্রাই নদীতে তল্লাশী চালিয়ে ওই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেনিহত রফিকুল ইসলাম (১০) নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের স্বরস্বতীপুর বাজারের পাশে চকরাজা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং চকরাজা হাফেজিয়া মাদ্রাসা,এতিমখানা ও শিশু সদনের ছাত্র। বৃহস্পতিবার মাদ্রাসা ছুটির পর মান্দা উপজেলার লক্ষীরামপুর মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মেশকাত (১১) নামে তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিল সে এবং ওই মাদ্রসায় অধ্যয়নরত নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের আলাইপুর গ্রামের রবিউল আওয়াল (১২) নামে আরেক ছাত্র।
নিহতের বন্ধুর বাবা আব্দুর রশিদ জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে তার ছেলে মেশকাত, ছেলের বন্ধু নিহত রফিকুল ইসলাম এবং রবিউল আওয়াল নদীতে গোসল করার জন্য যায়। এরপর তারা নদীতে নেমে পানিতে ডুব দিচ্ছিলো। এ সময় অসাবধানতা বশত ছেলের বন্ধু রফিকুল ইসলাম নদীর পানিতে তলিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে না পাওয়ায় বিয়ষটি ফায়ার সার্ভিসের লোকজনকে জানানো হয়। রাজশাহী ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিটের টিম লিডার মো. আব্দুর রাজ্জাক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এসময় তার নেতৃত্বে এবং ডুবুরি দেলোয়ার হোসেনের সহযোগীতায় ডুবুরি রিপন বিকেল সাড়ে ৩ টার দিকে ওই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে শিশু রফিকুল ইসলাম মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি