২৬ অক্টোবর নরসিংদী সদর প্রেসক্লাবের হলরুমে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহীর সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় একটি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার সমন্বয়ক ও দি ফাইন্যান্সিয়াল পোস্ট পত্রিকার নরসিংদী প্রতিনিধি মাসুদ রানা বাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমন্বয়ক নুরুজ্জামান পিটু, নরসিংদী সদর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. শরীফ মিয়া, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সমন্বয়ক শেখ জাহাঙ্গীর আলম, রনি মিয়া, কামাল উদ্দিন সরকার, রাসেল মাহমুদসহ আরও নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সহ-সভাপতি মতিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে আলহাজ্ব মনজুর এলাহীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।