মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদেরকে জরায়ু ক্যান্সার রোধে এইচপিভি টিকার বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর, বুধবার সকালে সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদ হলরুম এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা খানম,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন। সভায় আরো উপস্হিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল হিরোক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রোমি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মাহমুদা সুলতানাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জরায়ু মুখের ক্যান্সার যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। কিশোরী ও তরুণীদের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। মেয়েদেরকে ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করতে হবে।বাল্য বিবাহ বন্ধ এবং মহিলাদের যাতে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বিবাহ হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। সবাই একসাথে কাজ করতে পারলে এদেশে জরায়ু মুখের ক্যান্সার নির্মূল করা সম্ভব।
আগামী ২৪ অক্টোবর ভাঙ্গুড়া উপজেলায় জরায়ু ক্যান্সার রোধে এইচপিভি টিকার কার্যক্রম শুরু হয়ে চলবে ২২ নভেম্বর পর্যন্ত৷
এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।