প্রেস রিলিজ:
ডেইলি নিউজ বাংলা ২৪ সম্পাদক ও প্রকাশক মো রেজাউল করিম এর নামে ফেসবুক ও অনলাইন পোর্টাল দিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আব্দুল মমিন আনসারী নামে এক তথাকথিত সাংবাদিক। তিনি সম্পাদক ও প্রকাশক চাঁদনী বাজার পত্রিকা ও গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির এর সাধারণ সম্পাদক, জিডি আরইউ নাম দারী ব্যক্তি।
এ বিষয়ে সাংবাদিক মো রেজাউল করিম গণ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান আনুমানিক ৪/৫ মাস পূর্বে আব্দুল মমিন আনসারীর সাথে একটি ফেসবুক আইডি থেকে তাদের পরিচয় হয়। আব্দুল মমিন আনসারী নিজেকে চাঁদনী মিডিয়া কর্পোরেশন এর মালিক ও গাজীপুর জেলা রিপোর্টার ইউনিটি এর সাধারণ সম্পাদক এর পরিচয় দেয়। এক পর্যায়ে মো রেজাউল করিম তার ডেইলি নিউজ বাংলা ২৪ অনলাইন পোর্টালের ছাড়পত্রের জন্য জনাব আব্দুল মমিন আনসারী কে ৩০০০ হাজার টাকা দেন পোর্টালের ছাড়পত্র আনার জন্য। আব্দুল মমিন আনসারি তিনি, আজ দিবো কাল দিবো বলে সময় দিতে থাকে মোঃ রেজাউল করিম কে,এবং ছাড়পত্র হয়ে গেছে বলে রেজাউল করিমকে ধৈর্য ধরুন বলেন।এবাবে সময় দিতে দিতে ৪/৫ মাস হয়ে যায় ছাড়পত্র দেন নি তিনি। গত ২১ অক্টোবর আব্দুল মমিন আনসারী মো রেজাউল করিম কে মেসেজ দিয়ে বলে আপনার কাগজ দিব সোমবারে, সোমবার পার হয়ে গেলে, মঙ্গলবার রাতে আবার আব্দুল মমিন আনসারী কে মেসেজ দিলে তার কোনো উত্তর দেয় না। আব্দুল মমিন আনসারী সাথে যোগাযোগ করতে না পেরে ভুক্তভোগী রেজাউল করিম আব্দুল মমিন আনসারীর নামে নিউজ প্রকাশ করে। তারপর দিন আনসারি তার ব্যাক্তিগত পোর্টাল থেকে ভুয়া হয়রানিমূলক প্রেস রিলিজ করে রেজাউল এর নামে।
ওই প্রেস রিলিজ দেখে মো রেজাউল করিম সাথে সাথে আব্দুল মমিন আনসারী কে ফোন দিলে তার ফোন বন্ধ পান।
মো রেজাউল করিমের নামে মিথ্যা ও বানোয়াট নিউজ প্রকাশ করছে তার প্রমান আছে মো রেজাউল করিমের কাছে। এবং মমিন আনসারি যে প্রতারণা করছে সেটার প্রমাণ ও আছে রেজাউল এর কাছে। এবং তিনি আওয়ামিলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করতেন।