1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
টেকনাফে দেশীয় তৈরী এলজি ও গুলি উদ্ধার, ৩ রোহিঙ্গা আটক - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জের মধুমতি নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্পের বাঁধা ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ বিদেশি পিস্তল,ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ ভাগ্নে রনি ও মাহিন খান’কে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ শার্শায় শীতের তীব্রতায় ফুটপাতের দোকানে কেনাকাটার ধুম বাজার উন্নয়ন কাজ না করেই বিল তুলে নিয়েছে ঠিকাদার নলছিটিতে ঠান্ডা আবহাওয়ার অজুহাতে নির্দিষ্ট সময়ের আগেই মাদ্রাসা ছুটি বগুড়ায় ১৮ মামলার আসামি জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি গ্রেপ্তার মাইজভাণ্ডারী একাডেমির সপ্তদশ শিশু কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী ১০ জানুয়ারি মনিরামপুরে বিএনপির কমিটি নির্বাচনে শক্ত অবস্থানে মহতাপ হোসেন গরু-ছাগল দিয়ে ০১বিঘা জমির ফসল বিনষ্ট,করলো হিংসুটে মনু মিয়া

টেকনাফে দেশীয় তৈরী এলজি ও গুলি উদ্ধার, ৩ রোহিঙ্গা আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৪ বার পড়া হয়েছে

 

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরী এলজি এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় জড়িত ডাকাতদলের ৩ সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,উখিয়া উপজেলার ১৫ নম্বর জামতলি ক্যাম্পের আবু আহমেদের ছেলো
এনায়েতুল্লাহ (২৬),একই ক্যাম্পের আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ আলম (২৩) ও টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২২ নম্বর উনচিপ্রাং ক্যাম্পের
নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইয়াছিন(২৯)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক
লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে।এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, (৩০ অক্টোবর) বুধবার গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১১ হতে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে নাফ নদীর কিনারায় বাংলাদেশ পার্শ্বে লেদা খালেরমুখ থেকে একটি নৌকা দিয়ে কিছু ডাকাত দলের সদস্য টেকনাফ শহরের দিকে গমন করবে। এমন সংবাদের ভিত্তিতে লেদা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল লেদা খালেরমুখ এলাকায় গমন করে একটি নৌকা নিয়ে নাফ নদীর কিনারায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর টহলদল তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফনদী দিয়ে টেকনাফ শহরের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহ হওয়ায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি নৌ টহলদল তাদেরকে ঘেরাও করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত ব্যক্তিদের তল্লাশী করে তাদের নিকট থেকে ১টি দেশীয় তৈরী এলজি এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বিভিন্ন সময় টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান এবং বাড়ী-ঘরে ডাকাতি করে থাকে।
তিনি আরো জানান,আটককৃত ডাকাত দলের সদস্যদেরকে অস্ত্র ও গোলাবারুদসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি