হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুরে
মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে । বৃহস্পতিবার ৩১ (অক্টোবর) বেলা বারোটায় গোবিন্দপুর আইডিয়াল স্কুলে এ অনুষ্টান হয়। হোসেনপুর উপজেলা মেধাবৃত্তি ওর্নাস এসোসিয়েশন কর্তৃক মেধাবৃত্তি পরিক্ষায় ২০২৩ শে মোট ৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে তার মধ্যে ট্যালেন্টপুল ৫ জন প্রথম গ্রেট ১০ জন সাধারণ গ্রেট ১৩ জন
অত্র বিদ্যালয়ে মোট তিন ক্যাটাগরিতে ২৮ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন গোবিন্দপুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক সারোয়ার হোসেন রবিন, অবিভাবক সদস্য দুলাল মিয়া, হোসেনপুর উপজেলা প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ফকির, অভিভাবক মোহাম্মদ রতন মিয়া,মোহাম্মদ রাজু আহমেদ সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী বৃন্দ।