ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মালী বাড়িতে সুমন মালীর (৩৫)ঘর আগুনে পুড়ে গেছে।গত রাত ৭টার দিকে এই অগ্নিকেন্দ্রের ঘটনা ঘটে। ঘটনার সময় সুমন মালি ও তার পরিবার কেউ বাড়িতে ছিল না। তারা রাজাপুর উপজেলায় ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গিয়েছিলেন।সুমন মালী আওরাবুনিয়া গ্রামের শুনিত মালীর পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সন্ধ্যা সাতটার কিছু পরে সুমন মালীর ঘরে আগুন জলতে দেখে।তখন সবাই কালীপুজা নিয়ে ব্যস্ত ছিল।স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হলে ততক্ষনে পুড়ে সব শেষ। ঘরে থাকা স্বর্নালংকার নগদ এক লাখ টাকা ফ্রিজ ঘরে থাকা আসবাবপত্র সহ গবাদি পশু ছাগল গরু পুড়ে মারা গেছে।দুই সন্তানের জনক পেশায় দিনমজুর সুমন মালী বলেন,ঘরে থাকা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তাছাড়া ঘরে গ্যাসের সিলিন্ডার ছিল যার ফলে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। তিনি বলেন আমার ঘর বাড়ি মাথা গোজার মত গায়ে পরনের কাপড় ছাড়া কিছুই নেই।তিনি সকলের কাছে সাহায্য প্রার্থী।বর্তমানে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে দিনযাপন করছেন।
অগ্নিকান্ডের খবর শুনে কাঠালিয়া ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ আসলেও ততক্ষণে পুড়ে সব শেষ।
কাঠালিয়া ফায়ার সার্ভিস এর ভারপ্রাপ্ত ষ্টেশন ম্যানেজার জাহিদুল ইসলাম জাহিদ বলেন আমরা খবর পেয়ে ঘটনা স্থলে যাই। ঘটনাস্থল কাঠালিয়া ফায়ার স্টেশন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে এবং প্রত্যন্ত অঞ্চল। ৪০/৩৩ ফুটের একটি ঘরে আগুন লাগে।ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই সব পুড়ে ছাই হয়ে যায় আগুন লেগে।