ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ০১ নভেম্বর ২০২৪ ইং তারিখ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস।
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় ঝালকাঠির রাজাপুরে দিবসটি পালিত হয়েছে। উক্ত দিবসে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্ত রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি মাহামুদা খানম, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল, বড়ইয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মাকসুদা বেগম,সাংবাদিক আলমগীর শরীফ, সাংবাদিক মনিরুজ্জামান রেজোয়ান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রধান সৈয়দ আল আমিন, সাইদুল ইসলাম আজাদ, ওবায়দুর রহমান, হেলেনা বেগম, বিটিভির কণ্ঠশিল্পী সাবেক ইউপি সদস্য বাউল ছালমা, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র জনতার সমন্বয়ক টি হায়দার সজিব ও সানজিদা আক্তার, আত্মকর্মী সাবিনা ইয়াসমিন ও সাবিনা আক্তার।
রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব চন্দ্র মজুমদার এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বেতার বরিশালের সংবাদ পাঠিকা হৈমন্তী ওঝা শুক্লা।
যুব দিবসে উপজেলা সড়কে র্যালি, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, আলোচনা, ঋণ বিতরণ ও সনদ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। দিবসের পরিচ্ছন্নতা কার্যক্রমে দুই শতাধিক উপস্থিতির সাথে ইউএনও রাহুল চন্দ নিজ হাতে করে পরিচ্ছন্নতা কার্যের সহযোগিতা করেন।
সামীর আল মাহমুদ
ঝালকাঠি।