মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম বলেছেন, আপনাদের সীমানা ছোট হয়ে আসছে। কিন্তু এই পুরে এলাকাই আপনাদের ছিল।আমি ধর্ম দিয়ে কখনও মানুষকে বিবেচনা করিনি।মানুষ হিসেবে আমি সম্পর্ক করেছি সবসময়। ধর্ম দিয়ে আমি মানুষকে বিবেচনা করি না। আমি মানুষ, মানুষ হিসেবে আপনাদের সাথে সম্পর্ক রাখতে চাই।
শুক্রবার (১ নভেম্বর) সাভার পৌরসভার বাড্ডা ভাটপাড়া এলাকায় শ্যামা কালী পূজা উপলক্ষে মন্দির পরিদর্শন অংশ নিয়ে একথা বলেন তিনি।
মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন, আপনাদের যারা খাটো করে দেখবে অসম্মান করবে, আমি তাদের দলে নেব না। দল করুক বা না করুক কেউ আপনাদের কষ্ট দিলে আমি তাদের ছাড়বো না।
আমি অনেকদিন এই রসগোল্লা খেয়ে স্কুলে যাইনি। সেই স্মৃতি এখন আমার মনে ভাসে। ধর্ম দিয়ে মানুষকে আলাদা করার সুযোগ নেই। সৃষ্টিকর্তাও এটা করেননি। তাহলে আমি বা আপনি করার কে।
তিনি বলেন, সম্পর্কের টানে আমি আপনাদের কাছে এসেছি। এটা যেন মৃত্যুর আগ পর্যন্ত থাকে। আমি কী হবো বা আপনারা ভোট দিবেন কী দিবেন না সেটা বিষয় না। আমি আপনাদের পাশে থাকতে চাই, যত বাধা বিপত্তি আসুক।
এখানে সংস্কারের কথা বলেছে অসীম। এটির জন্য আমার মেয়র হওয়ার দরকার নেই। আমি নিজের পক্ষ থেকে যতটা সম্ভব ততটা দিয়ে এটা করে দেব। ভালবাসা টাকা দিয়ে কিংবা জোর করে পাওয়া যায় না।
তিনি আরো বলেন, আপনাদের যেকোন প্রয়োজনে আমাকে বলবেন। আমার সামর্থ্যে যা আছে তার সবটুকু আমি করবো। ভোট পর্যন্ত আমি জীবিত নাও থাকতে পারি। এ এলাকার মানুষ হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই।