কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:- শেখ কামরুজ্জামান (রানা)।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ হলরুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচ্য প্রতিপাদ্য বিষয় সমবায় গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা সুমনা বিশ্বাস,
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার ও কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ সহ ক্ষুদ্র সমবয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। আলোচ্য বিষয় ছিল ক্ষুদ্র ঋণ বিতরণ নারী নির্যাতন সহ বাল্যবিবাহ রোদ ও হতদরিদ্র ছাত্রদের মাঝে সহযোগিতা করা।