আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে সেই ঝাড়ু বিক্রেতা জাহাম্মদ আলী মুনশিকে একটি গরু উপহার দিয়েছেন সৌদিপ্রবাসী এনামুল হক মোল্লা। আর আগের গাভি জোরপূর্বক বিক্রি করে দেওয়া বিএনপির নেতা বাবলু সরকারও টাকা ফেরত দিয়েছেন। এখন গরু ও টাকা পেয়ে খুব খুশি ভুক্তভোগী ঝাড়ু বিক্রেতা জাহাম্মদ আলীর স্ত্রী জামেনা খাতুন।
আজ ৩ নভেম্বর রোববার দুপুরে সৌদিপ্রবাসী এনামুল হক মোল্লার ছোট ভাই মাজাহারুল ইসলাম মোল্লা ঝাড়ু বিক্রেতা জাহাম্মদ আলীর বাড়িতে গিয়ে উপহারের তাঁর স্ত্রী জামেনা খাতুনের হাতে গরুটি তুলে দেন। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অসহায় হতদরিদ্র পরিবারটির পাশে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী।
প্রবাসী এনামুল হক মোল্লা শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মৃত মাওলানা আহাদ আলীর ছেলে। তিনি মক্কা নগরীর মেছপালা মহানগর বিএনপির নবগঠিত কমিটির সভাপতি ও বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
ভুক্তভোগী জাহাম্মদ আলী মুনশি (৬৫) উপজেলার গলদাপাড়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে। তিনি বন থেকে ছন কুড়িয়ে ঝাড়ু তৈরি করে বিক্রি করেন।
অভিযুক্ত মো. বাবলু সরকার (৫০) উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের মৃত কাদির সরকারের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
প্রবাসী এনামুল হক মোল্লা মোবাইল ফোনে বলেন, ‘গতকাল শনিবার একজন বয়স্ক নারীর কান্নার একটি ভিডিও আমার নজরে আসে। নারীর কান্না আমার হৃদয়ে নাড়া দিয়েছে। বিষয়টি খুবই অমানবিক ও দুঃখজনক হওয়ায় আমি সিদ্ধান্ত নেই নারীর মুখে হাসি ফোটানোর। আমি গতকাল শনিবার রাতেই আমার ছোট ভাই মাজাহারুল ইসলাম মোল্লাকে ফোন করে বিস্তারিত জানাই। পাশাপাশি কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে যোগাযোগ করি। দ্রুত সময়ে কী করে একটি গরু অসহায় হতদরিদ্র পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই নিদর্শনা দেই ছোট ভাইকে।