1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী আজ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ শার্শায় শীতের তীব্রতায় ফুটপাতের দোকানে কেনাকাটার ধুম বাজার উন্নয়ন কাজ না করেই বিল তুলে নিয়েছে ঠিকাদার নলছিটিতে ঠান্ডা আবহাওয়ার অজুহাতে নির্দিষ্ট সময়ের আগেই মাদ্রাসা ছুটি বগুড়ায় ১৮ মামলার আসামি জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি গ্রেপ্তার মাইজভাণ্ডারী একাডেমির সপ্তদশ শিশু কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী ১০ জানুয়ারি মনিরামপুরে বিএনপির কমিটি নির্বাচনে শক্ত অবস্থানে মহতাপ হোসেন গরু-ছাগল দিয়ে ০১বিঘা জমির ফসল বিনষ্ট,করলো হিংসুটে মনু মিয়া উলিপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ময়মনসিংহে তারুণ্যের উৎসব উদযাপন

আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী আজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বর্ষিয়ান রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১২ম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারার হাইলধরে তাঁর গ্রামের বাড়িতে পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও পুষ্পমাল্য অর্পণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এ ছাড়া আনোয়ারা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হবে।
এদিকে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান, মৃত্যুবার্ষিকী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে খতমে কোরআন, দোয়া ও মিলাদ এবং কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ ছাড়া এতিমখানায় খাবার বিতরণ ও মেজবানের আয়োজন করা হবে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৪৫ সালে আনোয়ারার হাইলধর গ্রামে জন্মগ্রহণ করেন আখতারুজ্জামান চৌধুরী বাবু। তিনি ১৯৫৮ সালে দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য নির্বাচিত হন বাবু। ১৯৬৭ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ৭০ সালের সাধারণ নির্বাচনে তিনি আনোয়ারা ও পশ্চিম পটিয়া থেকে প্রাদেশিক পরিষদ সদস্য হন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি।
২০১২ সালের ৪ নভেম্বর বর্ষীয়ান এই রাজনীতিক মারা যান। তাঁর মৃত্যুর পর জ্যৈষ্ঠ ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ একই আসন থেকে সাংসদ নির্বাচিত হন। বর্তমানে তিনি সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি