(মো ইপাজ খাঁ মাধবপুর হবিগঞ্জ)
আজ অদ্য ৪ নভেম্বর ২০২৪ সিলেটগামী আন্তঃনগর কালনী এক্রপ্রেস ৭৭৩ ।
ট্রেনে ভ্রমন কালে ট্রেইন এর টিটি মহোদয় এবং ট্রেনের কিউ সি সহ সিলেটগামী এক যাত্রী থেকে টিকেটের চো বেশি টাকা নেওয়ার সময় বিষয়টি সাংবাদিক মো ইপাজ খাঁর চোখে পড়ে সেই সাথে সাথে ভিডিও করি। ভিডিও করা অবস্থায় তিনি সাংবাদিক সাহেব কে হুমকি দেই যা পারিস করে নে। তখন তখন আমি বললাম আপনারা যে কাজটি করছেন আইনের বাইরে। তিনি এর সাথে সাথে বলেন এই কাজ তো দীর্ঘদিন যাবত হচ্ছে তখন তোমরা সাংবাদিক কোথায় ছিলে।
আজ আমি টাকা নিতেই দোষ। যখন এর সাথে আমি বললাম বিষয়টি আমি পত্রিকায় তুলে ধরব
তখন তিনি বলেন আমার চাচা একজন বড় ক্রাইম রিপোর্টার তোমাদের মত অনেক সাংবাদিক দেখেছি আমি ভিডিওটা ডিলিট করু না হলে তোমার ভালো হবে না। তখন সে ফোন নিয়ে ডিলিট করে
তখন এর সাথে ট্রেনের সাধারণ যাত্রী রও আমার পক্ষ নিয়ে কথা বলা শুরু করলে সেই টিটি এখান থেকে চলে যায়। এবং যাওয়ার সময় এ বলে যায়
আমি তোমাকে এবং তোমার পত্রিকা কে দেখে নিব
আমি বিষয় টি বাংলাদেশ রেলওয়ে উপদেষ্টা।
এবং বাংলাদেশ রেলওয়ে সিলেট বিভাগের ম্যানেজার দৃষ্টি আকর্ষণ করছি। যাতে বিষয়টি ভালো করে গুরুত্ব দিয়ে দেখেন।
একজন সাংবাদিকের সাথে এরকম ব্যবহার না জানি সাধারণ মানুষের সাথে তারা কত খারাপ ব্যবহার করে।
আমি সহকারে রেলের সাধারণ যাত্রীরা এর প্রতিবাদ জানাচ্ছি।
আমি কালনী এক্সপ্রেস ট্রেনের রেলওয়ে ক্যাটার্স এবং টিটির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।