স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর বারোটায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে পৌরসভার আলমপুর চৌরাস্তা মোড় এলাকা প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেটের একটি সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস,এম গাজী মাজহারুল আনোয়ার।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুস সালাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, ইমরান হোসেন মুঞ্জু, বিএনপির সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তারা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা রুবেল, উপজেলা যুবদলের সদস্য সচিব মুজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমিন, চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ। র্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।