শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
রূপসায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্কার্স কমিউনিটি সেন্টার এর আওতায় পূর্ব রূপসাস্থ ওয়ার্কার্স কমিউনিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও এ সামাদ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রূপসা উপজেলার বাগমারা গ্রামে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও প্রেসক্রিপশন দেওয়া হয়। ডা. এমডি হাবিবুল্লাহ (এমবিবিএস মেডিসিন) রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এ সামাদ মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গাজী কামরুজ্জামান বাবু, পরিচালক মোঃ আব্দুল জলিল শেখ, লাবিব, হিরো, আবিদ, শুভ, মুসলিমা আক্তার, রিমি আক্তার, ওয়ার্কার্স কমিউনিটি সেন্টারের কো-অর্ডিনেটর রিতা সাহা, অর্গানাইজার আল মুহিয়ান হোসেন, তাসলিমা বেগম। এছাড়া ওয়ার্কার্স কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি কোমেলা বেগম, উপদেষ্টা লামিয়া বেগম, সহ-সাধারণ সম্পাদক রেহানা বেগম, কোষাধ্যক্ষ শেফালী বেগম, সহ-কোষাধ্যক্ষ ঝর্ণা বেগম, সমাজ কল্যাণ সম্পাদক পলি আক্তার, প্রচার সম্পাদক মিলি বেগম, কার্যনির্বাহী সদস্য সালমা সরোয়ার, তাসলিমা বেগম, জাহানারা বেগম, সাংগঠনিক সম্পাদক নিলুফা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক সুমা আক্তার, যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক হোসনেয়ারা বেগম, ইয়োথ ক্লাবের সদস্য মেরুন্নেসা, শ্রাবণী, নাহিদা ও আর্নিকা প্রমূখ।