জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ কেমিস্টস এ্যন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস)’র শ্যামনগর উপজেলা শাখার নবগঠিত (সংশোধিত)কমিটি গঠন করা হয়েছে।সভাপতি হাফেজ মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আঃ হালিম নির্বাচিত করা হয়েছে।
গতকাল বেলা ১২.০০টায় (বিসিডিএস) সাতক্ষীরা জেলার স্থায়ী কার্যালয়ে (বিসিডিএস) বাংলাদেশ কেমিস্টস এ্যন্ড ড্রাগিস্টস সমিতি সাতক্ষীরা জেলা শাখার কার্যকরী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
অত্র সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী এর সভাপতিত্বে, কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ সমিতির বিগত দিনের উপজেলা কমিটি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করে, সভাপতি সদস্যদের মতামতের
ভিত্তিতে উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং সাথে সাথে গঠিত উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
পরবর্তীতে সভাপতি ও সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ৬ই নভেম্বর বুধবার শ্যামনগর উপজেলার ১৭ সদস্যের নবগঠিত উপজেলা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হাফেজ মোঃ শহিদুল ইসলাম আর আমিন ফার্মেসী, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুল হালিম ছায়রা ফার্মেসী, সহ-সভাপতি ডাঃ মোঃ লোকমান আহমেদ তুহিন ফার্মেসী ,শেখ ইব্রাহীম হোসেন মেসার্স ইসমাইল মেডিকেল হল,আলহাজ্ব ডাঃ দবীর উদ্দিন মেসার্স আল মক্কা ফার্মেসী
জি.এম. আমিনুর রহমান মেসার্স আল-মক্কা ফার্মেসী, মোঃ গোলাম সরোয়ার মেসার্স সদার ফার্মেসী, মোঃ আবুল বাশার মেসার্স বিসমিল্লাহ ফার্মেসী, মোঃ আবু কাওছার মেসার্স নূর ফার্মেসী, আলহাজ্ব নুরুল আমিন মেসার্স জামিলা ফার্মেসী, মোঃ আঃ রশিদ মেসার্স জামির মেডিকেল হল, মোঃ আনিসুর জামান মেসার্স এ জামান ফার্মেসী, মোঃ রুহুল আমিন মেসার্স রোজিনা ফার্মেসী, মোঃ আকবর হোসেন
মেসার্স সিহাব ফার্মেসী, মোঃ আব্দুল্লাহ আল মাসুদ মেসার্স জনতা ফার্মেসী, মোঃ বদরুদ্দোজা মেসার্স মাহবুবা মোমীন ড্রাগ হাউজ
জেলা কমিটি গত ৬ই নভেম্বর ২০২৪ ইং বুধবার হতে নবগঠিত শ্যামনগর উপজেলা কমিটিকে সমিতির সকল প্রকার নিয়মনীতি মেনে দায়িত্ব পালন করার অনুমতি প্রদান করেন।