মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি ডাকা বর্ণাঢ্য র্যালিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি নবীনুর রহমান নবীন এর নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হাজার নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে তাক লাগানো বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেছে।
শুক্রবার ( ৮ নভেম্বর) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দুপুর আড়াইটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুন সু- সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে র্যালিতে অংশগ্রহণ করেন।
এ সময় গণমাধ্যম কর্মীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি নবীনুর রহমান নবীন বলেন, আজকের এই দিনে ইতিহাস জাতি হিসেবে স্বরন করে নতুন করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে অকুতোভয় দেশপ্রেমিক সৈনিক হিসেবে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এইদিনে ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। পাল্টে যায় দেশের পটভূমি এবং এ পরিবর্তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী এক জাতীসত্ত্বা লাভ করে বাংলাদেশ।
এ ছাড়া এদিন থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। জিয়াউর রহমান শাহাদাত বরণ করলেও তাঁর আদর্শে বলীয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনো দৃঢ় সংকল্পবদ্ধ রয়েছে। এই ঘটনার আলোকে জাতিকে নতুন বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদ অনিক, শহীদ রফিক জব্বার হলের যুগ্ম-আহবায়ক রাশেদুল ইসলাম রোমান,ছাত্রদল নেতা কে এম রিয়াদ (৪৩), হাসান শাহরিয়ার রমিম, জুবায়ের হোসাইন, রাজুয়ার হোসাইন, রাকিব, আবুল কালাম আজাদ, আবু বকর রাশেদ, আরাফাত, মউদুদ আহমেদ, সোহান মাহমুদ তালুকদার, আশরাফুল ইসলাম শামীম প্রমুখ।