হারুন শেখ জেলা প্রতিনিধি, বাগেরহাট।।
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির অফিস ভাংচুর মামলায় মোরেলগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাবিবুর রহমান ওরফে জাকির তালুকদারকে গ্রেফতার করেছে য়েথবাহিনী। শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে যৌথবাহিনীর একটি দল পৌরসভার আদর্শপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।এ সময় তার ঘর থেকে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছেন যৌথবাহিনীর সদস্যরা।
মোরেলগঞ্জ থানার ওসি(তদন্ত) কেএম শওকত হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চিংড়াখালী বাজারে বিএনপির অফিস ভাংচুরের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে জাকির হোসেনকে যৌথবাহিনীর সদস্যরা আটক করে থানায় হস্থান্তর করেছে। শনিবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে জাকির
হোসেনকে বাগেরহাট কোর্টে সোপর্দ করা
হয়েছে।