1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
পশ্চিম গুজরা অখিল মহাজনের বাড়িতে ৪৫তম সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
সংবিধান বিতর্ক ও কাঙ্ক্ষিত বাংলাদেশ- মোঃ আসাদুজ্জামান রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন পরিষদে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন ময়মনসিংহে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা সম্মেলন অনুষ্ঠিত প্রথমবারের মত থানচি প্রেসক্লাবের মরণোত্তর গুণীজনদের সংবর্ধনা প্রদান: গোপালগঞ্জের বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন চন্দ্রকোনার জাড়া গ্রামে সখের কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে, পুকুরে জলে তলিয়ে গেল যুবক উখিয়ায় ট্রাক ও বাইকের সং*ঘ*র্ষে নি*হ*ত ১ আ*হ*ত ২ নাগেশ্বরীতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার শাহজাদপুরে বাঘাবাড়ি মিল্ক ভিটার নতুন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

পশ্চিম গুজরা অখিল মহাজনের বাড়িতে ৪৫তম সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৯ বার পড়া হয়েছে

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
৯ ও ১০ নভেম্বর শনি ও রবিবার পশ্চিম গুজরা অখিল মহাজনের বাড়িতে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ৪৫তম সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়
গতকাল ৯ নভেম্বর শ্রী শ্রী জগদ্ধাত্রী শিল্পী গোষ্ঠী পরিবেশনায় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, অন্নপ্রসাদ বিতরণ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন,সন্ধ্যারতি,ধর্মীয় পাল্টা কীর্ত্তন পরিবেশন করেন কবিয়াল ঝিনুক সরকার ও কবিয়াল কংসরাজ দত্ত।
১০ নভেম্বর শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা, চণ্ডীপাঠ পরিবেশন করেন শ্রী চয়ন চক্রবর্ত্তী। শ্রীমদ্ভগবদ গীতাপাঠ পরিবেশন করেন শ্রী অলক দেবনাথ ও তার দল,অন্নপ্রসাদ বিতরণ, সন্ধ্যারতি।
পরিচালনা পরিষদের সমন্বয়কারী শ্রীশ্রী দশভুজা ও সাধক শ্রীশ্রী রঘুনন্দন চৌধুরী ধ্যানপীঠ পরিচালনা পরিষদের সভাপতি জ্যোতির্ময় চৌধুরী কাজল, শ্রীশ্রী দশভুজা ও সাধক শ্রীশ্রী রঘুনন্দন
চৌধুরী ধ্যানপীঠ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ মহাজন, প্রদীপ কান্তি মহাজন, চন্দন বিশ্বাস, দেবু মহাজন, মিঠু মজুমদার, সমীর মহাজন, অরুণ বিকাশ মহাজন,গৌরপদ মহাজন, ঝুনু মহাজন,প্রণব কান্তি দাশ, সত্যরঞ্জন দাশ।
পূজা উদযাপন পরিষদের উপদেষ্টাবৃন্দ নকুল মহাজন, অনিল কান্তি মহাজন, এড. দীপক দত্ত, অজিত বিশ্বাস, অমিত ঘোষ, গোপাল কৃষ্ণ সেন, মঙ্গল মহাজন, স্বপন মহাজন, মৃদুল মহাজন, তপন কান্তি দাশ, বাবুল মহাজন,অরুন কান্তি দাশ, নিপুল দাশ, হারাধন মহাজন, শ্যামল কান্তি দেব, অসিত ঘোষ, পরিমল মহাজন।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন কানু রাম দাশ ও ডাঃ বিজয় দে।
৪৫ তম শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জুয়েল মহাজন, সহ-সভাপতি, সুজন মহাজন, সাজু রাম দাশ, দোদুল দাশ (রবি), সত্যব্রত দাশ, সুমন ঘোষ, উত্তম মহাজন (২), রাসেল মহাজন, সাধারণ সম্পাদক, শ্রী যীশু মহাজন, সহ সাধারণ সম্পাদক, উজ্জ্বল দে, রাহুল মহাজন (বাবু), সুজন দাশ, পিন্টু দত্ত, অর্থ সম্পাদক শ্রী জয় মহাজন, সহ অর্থ সম্পাদক রাসেল দাশ, জিকু মহাজন (বলরাম), সঞ্জয় মহাজন, রানা দাশ সাংগঠনিক সম্পাদক শ্রী সুত্তম মহাজন, সহ সাংগঠনিক সম্পাদক, মিশু দে, কার্তিক দাশ, পিন্টু দে, শিমুল মহাজন,রিটন দাশ,লিটন দাশ, রিমন দে
মহিলা বিষয়ক সম্পাদিকা,
অর্পিতা মহাজন (অর্পা), প্রচার সম্পাদক, শ্রী কাঞ্চন মহাজন, সহ প্রচার সম্পাদক,বিশ্বনাথ সেন, জয় সিকদার, রনি দে, নিঝুম দে, সঞ্জয় দাশ, সহ সাংস্কৃতিক সম্পাদক রাজু মহাজন, ধনী মহাজন (রানা), টিপু নন্দী, মিটন দে, সঞ্চয় দাশ, টিটু ঘোষ।
উক্ত মহতী অনুষ্ঠানে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্ত বৃন্দ সমাগম ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি