মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি:
মানবতার সেবায় কদলপুরে বিনামূল্যে এলাকার গরীব অসহায় সর্বসাধারণের সুবিধার্তে ফি কসমেটিক ডিভাইস খৎনা, নাক-কান ফোঁডানো, চক্ষু চিকিৎসা, ডায়বেটিকস,ও রক্তের গ্রুফ নির্ণয় করেছেন মাধ্যম কদলপুর ইদ্রিস খানঁ চৌধুরী বাড়ী।
৯ ই নভেম্বর শনিবার সকাল ৯ টা থেকে ইদ্রিস খাঁন চৌধুরী বাড়ির জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে লায়ন ডাক্তার হাফিজুর রহমান এর তত্বাবধানে চিকিৎসা সেবার কার্যক্রম শুরু হয়। উদ্ভদনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডি এইড কমপ্লেক্সে ডায়াগনস্টিক সেন্টার এর সিনিয়র মার্কেটিং ও সমাজ সেবক জনাব মুহাম্মদ কাশেম চৌধুরী, প্রধান অতিথির বক্তব্যে রাখেন সোনালী ব্যাংক আগ্রাবাদ শাখা ও সামাজ সেবক জনাব মোহাম্মদ মোবারক শাহ চৌধুরী। অনুষ্ঠানে অতিথি ছিলেন,
কদলপুর আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন চৌধুরী, জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, ৮নং কদলপুর ইউনিয়ন পরিষদ এর সভাপতি জনাব আবছারুজমান চোধুরী, রিটন চৌধুরী, মোহাম্মদ আজিজুল হক চৌধুরী,
এই সময় ফ্রি ব্লাড গ্রুফ নির্ণয় করেন উত্তর চট্টগ্রামের সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন মানবতার কল্যাণে আমরা ব্লাড ডোনার্স,চক্ষু চিকিৎসা সেবা প্রধান করেন জালালাবাদ কমিউনিটি এন্ড ফ্যাকো সেন্টার।
সরেজমিনে গিয়ে দেখা যায় : সকাল থেকে ভিড় জমলো সাধারণ মানুষের, মনের খুশিতে চিকিৎসা নিচ্ছেন তারা।
এই সময় সার্বিকসহযোগিতায় ছিলেন অএ এলাকার কৃতি সন্তান মোঃ রিয়াচ উদ্দিন, ইশতিয়াক চৌধুরী, আদিল চৌধুরী, ইয়াছিন চৌধুরী,, ছাকলান আইনান,ফাহিম চৌধুরী প্রমুখ।