ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বারানি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। নলছিটি থানা পুলিশের উপস্থিতিতে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা অভিযানের নেতৃত্বে ব্যবসায়ীদের মধ্যে
একটি বেকারিতে ৫ হাজার এবং একটি মুরগীর ঔষধের দোকানে ৮ হাজার, একটি তৈল এর দোকানে ১০০০, মোট ৩ টি দোকানে ১৪ হাজার টাকা জরিমানা করেছে।
সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান, মেয়াদোত্তীর্ণ জিনিসপত্র বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।
সামীর আল মাহমুদ
ঝালকাঠি।
১২নভেম্বর “২০২৪