1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ময়মনসিংহ জিলা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
মোরেলগঞ্জে ৮০ জন নারী পেল বিনামূল্যে ল্যাপটপ বগুড়া ডিবি পুলিশের অভিযানে বহুল আলোচিত বগুড়া শ্রমিকলীগ নেতা তুফান সরকার গ্রেফতার কেশবপুরে শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন পেকুয়ায় কলা বাগান থেকে শ্রমিকের লাশ উদ্ধার জিয়া পরিষদ বাউরা ইউনিয়ন শাখা কতৃক আয়োজিত দ্বি বার্ষিক ২০২৪- অনুষ্ঠিত তাহিরপুর যাদুকাটায় ১৭ টি অবৈধ শেইভ মেশিন জব্দ বিশ্ব ইজতেমা সাদপন্থী কর্তৃক হামলা ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ খুলনা-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু” পদ্মাসেতু হয়ে ঢাকায় পৌছাবে জাহানাবাদ এক্সপ্রেস নারীদের ইজ্জতকে কাঁচামাল হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না, তাদের পূর্ণ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে গোপালগঞ্জে শব্দদূষন সচেতনতা ও নিরাপদ সড়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহ জিলা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

মকবুল হোসেন জেলা প্রতিনিধি

ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলা স্কুল কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ নভেম্বর বুধবার ময়মনসিংহ জিলা স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা ময়মনসিংহ অঞ্চল রওশন আরা খান।

স্বাগত বক্তব্যে ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক অনিমা রানী সাহা বলেন, শিক্ষার্থী ও অতিথিগণের উপস্থিতিতে আমাদের বিদ্যালয়টি আজকে হাসছে। প্রতি বছরের মধ্যে এই দিনটি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধার বিকাশ ও সৃজনশীলতার মূল্যায়ন করার জন্য আমরা আজকে একসাথে হয়েছি। আমাদের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি তাদের সৃজনশীল উপস্থাপনা ও কার্যক্রমের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।

প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ ও আগামী দিনের দেশ গড়ার কারিগর। সাম্প্রতিক অনেক ঘটনার কারণে শিক্ষার্থীরা পড়াশোনা বিমুখ হয়ে গিয়েছে। তাই তোমাদের অবশ্যই পড়াশোনার দিকে ফিরে যেতে হবে। লাইব্রেরির দিকে ফিরে যেতে হবে। আর তা না হলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত হবে।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আমাদের কিছু কিছু শিক্ষার্থী মাদকের দিকে পা বাড়াচ্ছে। তাই অভিভাবকদের অবশ্যই নিজের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। তারা অবসর সময়ে কি করছে এবং কেমন বন্ধুদের সঙ্গে মেলামেশা করছে সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। একই সাথে নিজেদের সন্তানদের সহপাঠ্য কার্যক্রম এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কাজে উৎসাহ প্রদান করতে হবে। যাতে করে তারা তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে।

এছাড়া অনুষ্ঠানে ২০১৮-২০২৪ সাল পর্যন্ত মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি