ঝালকাঠি প্রতিনিধিঃ
নলছিটি সরকারি ডিগ্রি কলেজ’র শহীদমিনার ধুয়েমুছে পরিস্কার করলেন ছাত্রদল নেতাকর্মীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভালো কাজের অংশ হিসেবে।
আজ (বৃহস্পতিবার)
১৪ অক্টোবর দুপুরে নলছিটি ডিগ্রি কলেজের ছাত্রদল আহবায়ক রাকিব গাজীর নেতৃত্বে শহীদ মিনারের ধুলাবালি পরিস্কার ও ধৌতকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক রাকিব গাজী বলেন। দেশনায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের দিকনির্দেশনা অনুযায়ী আমরা প্রতিনিয়ত ভালো কাজ করার চেস্টা করে যাচ্ছি। ভবিষ্যতে এই দ্বারা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর।
ছাত্রদল নেতাদের প্রতিনিয়ত এমন ভালো কাজে,কলেজের শিক্ষক ও সাধারন শিক্ষার্থীরা তাদের প্রশংসা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন নলছিটি সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাকিব গাজী সদস্য সচিব মোঃ হিমেল ছাত্রনেতা রাকিব আহমেদ লিমন প্রমুখ