আজ ১৪ই নভেম্বর বৃহস্পতিবার, ১৬ই নভেম্বর জাতীয় মুরগী দিবস পালিত হবে, রাজ্য সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তর এবং ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের যৌথ উদ্যোগে। কলকাতার চীনারহাট নিউটাউন এলাকায়।
আর এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গার মতো, আজ ১৪ ই নভেম্বর বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে তমলুক ব্লকের কুমারগঞ্জে ট্যাবলোর সূচনা হলো। এই ট্যাবলোর শুভ সূচনা করেন ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সদস্য মন্টু কুমার পাল।
মন্টু বাবু জানান এই ট্যাবলো প্রচার সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চলবে তিনদিন ধরে, পাশাপাশি সারা রাজ্যেও চলছে এই জাতীয় মুরগী দিবস উপলক্ষে ট্যাবলো প্রচার, তাই এই ট্যাবলোর মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছাতে চাইছি। ট্যাবলো গুলি সারা জেলা জুড়ে পরিক্রমা করবে , এমনকি পাড়ার অলিতে গলিতে।
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, ভারত