ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে সিডরে নিহত ও আহতদের স্মারণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ শোক সভা অনুষ্ঠিত হয়। কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি ও ঝালকাঠি জেলা বাংলাভিশন সংবাদদাতা মোঃ মাসউদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ নকিরুল ইসলাম, ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা বদু মুন্সী, কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কাঠালিয়া যুগান্তর, ঝালকাঠি জিটিভি সংবাদদাতা মোঃ শহীদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সদস্য মোঃ মহসিন খান।
এ সময় বক্তরা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ১৬ বছর পার হলেও আজ পর্যন্ত কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরের মানুষের দুর্ভোগ কমেনি বলে জানান। এখনকার মানুষের প্রাণের দাবি বিষখালী নদী তীরবর্তী ২৬ কিলোমিটার বেড়িবাঁধটি ১৭ বছরেও নির্মান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সময়ে বেড়িবাঁধ নির্মান ও ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় ভাবে উপকূল দিবস ঘোষনার দাবি জানান।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নিহত ও আহতদের স্মরণে দোয়া মোনাজাত করেন কাঠালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ খাইরুল আমিন ছগির।
সামীর আল মাহমুদ
ঝালকাঠি।