স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
অবৈধভাবে সরকারি চাউল সংরক্ষণ ও মোড়কজাতের মাধ্যমে বাজারজাতকরণের দায়ে চট্রগ্রামের পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্প এলাকার মের্সাস খাজা ভান্ডারের স্বত্বাধিকারী শাহাবুদ্দিনকে ১ লক্ষ ৫০ হাজার টাকার জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৪৫ ও ৪৬ ধারা অনুযায়ী এই জরিমানা করেন জাতীয়
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক আনিছুর রহমান। গত ১৫ নভেম্বর শুক্রবার আনিছুর রহমানের নেতৃত্বে এই জরিমানা করা হয় বলে জানা যায়।
উল্লেখ্য যে গত ১৩ নভেম্বর বুধবার দিবাগত রাতে গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা এন.এস.আই ও যৌথ বাহিনীর সমন্বয়ে পাহাড়তলী হাজী ক্যাম্প এলাকা থেকে ৩০ টন সরকারি চাউল জব্দ করে যৌথ বাহিনীর
সদস্যরা। এই সময় ঘটনাস্থলে বিভিন্ন কাগজপত্র যাচাই করে দেখেন তারা। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট কতৃক আরো বিস্তর যাচাই-বাছাই ও খতিয়ে দেখার জন্য সেনাবাহিনীর জিম্মায় গুদামে তালাবদ্ধ অবস্থায় রাখা হয় চাউল গুলো। পরবর্তীতে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা আনিছুর রহমান
সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখে এ জরিমানা করেন।
ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য মেসার্স খাজা ভান্ডারকে সতর্ক করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের এই পরিচালক।