নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি কাজি কাজল মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়,শনিবার (১৬ নভেম্বর) রাত দুই ঘটিকায় নাসিরনগর থানার কর্মরত এসআই মো.নূরে আলম, এসআই নির্মলেন্দু চাকমা, এএসআই মো. আনিসুজ্জামান ও এএসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার ১৩ নং ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রাম হতে হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত ওই আসামী কে গ্রেফতার করেন।
হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত গ্রেফতার হওয়া আসামী কাজি কাজল মিয়া উপজেলার ১৩ নং ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের কাজি হুছাইন মিয়ার ছেলে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারী পরোয়ানামূলে আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।