1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সৈয়দপুরের ঐতিহাসিক চিনি মসজিদের নতুন কমিটি গঠন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ :
২ নং গাড়াদাহ ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে বিশেষ এক কর্মী সভা নাসিরনগরে প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি সুরেশ রঞ্জন পার্কে ৮ম ইমাজিনিয়া বালুর ঘাট আন্তর্জাতিক ফটোগ্রাফি উৎসব ২০২৪-২০২৫ শুরু পিরোজপুর জামিয়া ইসলামিয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ বাগমারায় হাট গাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় বসরত আলি জামে মসজিদ নির্মানে হাত দিলেন ফোরকান উল্লাহ চৌধুরী ফায়ার কর্মীকে চাপা দিয়ে পালালো ট্রাক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে সদস্য হলেন তানভীর পঞ্চগড়ে ওয়াজ শুনতে এসে ভারতীয় কিশোর আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত জগন্নাথপুরে পুরাতন বাঁধ কেঁটে চলছে ২৭নং ফসল রক্ষা বাঁধের কাজ

সৈয়দপুরের ঐতিহাসিক চিনি মসজিদের নতুন কমিটি গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

 

তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)

নীলফামারীর সৈয়দপুরের ঐতিহাসিক চিনি মসজিদ ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।উক্ত মসজিদ সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে মুসল্লী ও এলাকাবাসীদের নিয়ে এক নতুন কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নেওয়া হয়েছে বিভিন্ন কর্মপরিকল্পনা। গত ১ নভেম্বর জুম্মার নামাজ শেষে উপস্থিত শত শত মুসল্লী ও এলাকাবাসীর সমর্থনে ওই পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে প্রায় ৭শ এলাকাবাসী স্বাক্ষর করে মুসল্লী ও এলাকাবাসীর ওই কমিটিকে সমর্থন জানিয়েছেন। সকলের সম্মতিতে ওই মসজিদের পরিচালনা কমিটির সভাপতি হয়েছেন অত্র মসজিদের নিয়মিত মুসল্লী ও মোহাম্মদ ইসমাইল

হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে প্রখ্যাত নাত শিল্পী হায়দার আলী হায়দার এমাদী। এছাড়া সহ-সভাপতিতে ৪ জন, সহ সাধারণ সম্পাদক ৩ জনয়, সাংগঠনিক সম্পাদক ১জন,সহ সাংগঠনিক সম্পাদক ২ জনকোষাধ্যক্ষ, প্রচার ও দপ্তর সম্পাদক পদে ১ জনসহ উভয়ের সহযোগি হিসেবে ১ জন করে রয়েছেন। ওই মসজিদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মসজিদের নিয়মিত মসল্লী গোলাম রব্বানী, একরামুল হক, আলহাজ্ব আবুল কাশেম, সৈয়দ কামার হোসেন চৌধুরী, আজগার আলী, সাবির আলী, আসগর আলী, জিয়াউল হক ও আব্দুল হান্নান।
এলাকাবাসী ও মসজিদের মুসল্লী সুমন, বাপ্পি, আবদুল কাদের, আহমেদ রেজা আশরাফীসহ অন্যান্যরা জানান, মসজিদ পরিচালনায় বর্তমান কমিটি সময়োপযোগী। এতে গোটা এলাকাবাসী আনন্দিত। কারণ হিসেবে তাঁরা বলেন, যারা বর্তমান কমিটিতে আছেন তারা প্রত্যেকেই মসজিদের জন্য অনেক আগে থেকেই নি:স্বার্থভাবে সেবা করে আসছেন। । মুসল্লী ও এলাকাবাসীর সার্বিক সমর্থনে ঐতিহাসিক চিনি মসজিদ সুন্দরভাবে এগিয়েও যাচ্ছে। মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহিদ রেজা বলেন, এলাকাবাসী ও মুসল্লীরাই কমিটি গঠন করেছে। কমিটি গঠনেরর পরই মসজিদের যেসব সমস্যা রয়েছে তা সমাধানসহ ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি