কেরানীগঞ্জের দখলদারিত্ব চাদাবাজির বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতার বিক্ষোভ, দলীয় হাইকমান্ড থেকে নিষেদ থাকা সত্যেও তৃনমূলে চাদাবাজ দখলদারিত্বের অবসাব হচ্ছে না , কেরানীগঞ্জের ছাত্র নেতা সাজ্জাদ আল ইসলাম সন্ত্রাস নব্য দখলদার ও চাদবাজীর বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা নিয়ে গত ১৩ সেপ্টেম্বর একটি বিক্ষোভ মিছিল করে শুভাঢ্যা ইউনিয়নের ইকুরিয়া হাসনাবাদ প্রদক্ষিণ করে এবং আওয়ামী দখলকৃত স্থাবর সম্পত্তি অফিস পুনরায় নতুন করে যারা দখল করেছে তারা যেন আওয়ামীদের মত দখলে লিপ্ত না হয় সেই আল্টিমেটাম দেওয়া হলে এলাকায় নব্য দখলদাররা সংকায় পড়ে যায় এলাকায় তারা দলীও কেডার দিয়ে এলাকা আতংক করে রাখার চেষ্টা করে এক পর্যায়ে ২১ সেপ্টেম্বার কেরানীগঞ্জের ইকুরিয়াতে সেনাবাহিনী দখলকৃত স্থাবর গুলোর নোট নিয়ে যায়, ময়লার গাড়ি থেকে চাদবাজি মাদক স্পট সব ধরনের তথ্য এলাকাবাসী সেনাবাহিনীকে অবগত করে। সংবাদকর্মীরা আরোও জানায় যে, যারা আন্দলোন করেছে এবং সেনাবাহিনীদের তথ্য দিয়ে সাহায্য করেছে তাদের প্রানের হুমকি দেয় দুর্বৃত্ত্যরা এবং ছাত্র নেতা সাজ্জাদ আল ইসলাম ও এলাকার সিনিয়র সিটিজেন জৈনিক জুয়েল (৫০) সেনাবাহিনীকে তথ্য দিয়ে সাহায্য করায় তাদের নামে মিথ্যা জিডি করে শুভাঢ্যার ৩ নং ইউনিটের যুব দলের সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান অনিক (৩১), এক পর্যায়ে এলাকাবাসী তার দখল কৃত অফিসের শাটারে প্রতিবাদ স্বরুপ কালার স্প্রে দিয়ে লিখে দেয়, দখলদার ময়লা অনিক সাবধান’।