নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়ন ও বুড়িশ্বর ইউনিয়নের আঞ্চলিক সড়কে রাতের বেলা ডাকাতি প্রতিরোধে রাস্তার উভয় পার্শ্বের ঝোপ জঙ্গল পরিষ্কার করানো হচ্ছে।সামনে শীতকাল সামনে রেখে ঘরমুখো মানুষ যাতে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারে সেজন্যই চুরি, ছিনতাই রোধে সব শ্রেণী পেশার মানুষের চলাচল নিরাপদ করতে সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করার এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।
জানা গেছে, নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের নির্দেশে নাসিরনগর থানা পুলিশ ও বুড়িশ্বর ও ফান্দাউক ইউনিয়নের স্থানীয়রা এ আগাছা ঝোপ পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেছেন। শনিবার (১৭ নভেম্বর) সকালে একদল শ্রমিক ফান্দাউক ও বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া সহ রাস্তার দুপাশের ঝুঁকিপূর্ণ ঝোপঝাড়, জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করেন তারা। এ কাজের সঠিকভাবে তদারকির জন্য সরেজমিন পরিদর্শন করেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ও বুড়িশ্বর ইউপির
চেয়ারম্যান মো. ইকবাল চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন- নাসিরনগর থানার দায়িত্বরত তদন্ত( ওসি) কর্মকর্তা হাসান জামিল ও অন্য পুলিশ সদস্যরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় রাস্তার পাশে এসব আগাছার আড়ালে লুকিয়ে থাকা অপরাধীরা রাস্তায় চলাচলকারী যানবাহনে ঢিল নিক্ষেপ করে ও বিশেষ কায়দায় অপরাধ সংঘটিত করে থাকে। এ থেকে পরিত্রাণ পেতে সড়কের জঙ্গল পরিষ্কার করা হচ্ছে।
ওসি শফিকুল ইসলাম বলেন, শীত ও ঘন কূয়াশায় যেন সড়কগুলোতে চুরি-ডাকাতি না হয় সেদিকে লক্ষ্য রেখে এবং জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে স্থানীয়দের সহযোগীতা নিয়ে রোডের দুই পাশের ঝোপ, জঙ্গল পরিষ্কার করার উদ্যাগে নিয়েছি। নিরাপদ এবং মানুষের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব। ঘরমুখো মানুষ যাতে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারে, সেজন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে।