তানভীর আহমেদ পাটগ্রাম প্রতিনিধি: লালমনিরহাটে “শিক্ষার জন্য এসো, সেবার জন্য ফিরে যাও” স্লোগান নিয়ে বালাপুকুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের বালাপুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুরারকুটির তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সৌজন্যে এ বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠিত হয়।
বালাপুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু ভূপতি রঞ্জন রায়-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বালাপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এম. এ হাশেম (বাবুল)। এ সময় বালাপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে বালাপুকুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।