কুতুব উদ্দিন মোল্লা: কুলতলী
কালভার্ট ভেঙে বিছিন্ন হয়ে গেল যাতায়াতের রাস্তা। ঘটনাটি ঘটেছে কুলতলী থানার অন্তর্গত জালাবেড়িয়া ১ গ্রাম পঞ্চায়েতের পাখিরালা এলাকায়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে ইঞ্জিন ভ্যান নিয়ে পার হওয়ার সময় গুড় মুড়িয়ে করে ভেঙে পড়ে কালভার্টি।এলাকার একমাত্র যাতায়াতের রাস্তার একটি কালর্ভাট হওয়াতে বন্ধ হয়ে যায় যান চলাচল। অসুবিধার সম্মুখিন হচ্ছেন বহু মানুষজন। প্রায় কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে তাদের কে ঘুরপথে যেতে হচ্ছে। স্থানীয়দের দাবি পঞ্চায়েত কিংবা প্রশাসন কাছে অনুরোধ দ্রুত ভাঙা কালভার্ট
সংস্কারের কাজ করুক।