কুতুব উদ্দিন মোল্লা,কলকাতা
পরিবেশকে দূষণমুক্ত রাখতে। গরমের ছুটি ও পুজোর ছুটিতে সাইকেলে ভ্রমণ করে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে বেরিয়ে পড়েছিলেন ১৫ অক্টোবর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর ব্লকের সুভাষ গ্রামের বাসিন্দা রামপ্রসাদ। পেশায় তিনি অস্থায়ী শিক্ষক রামপ্রসাদ নস্কর। তানার সাইকেলের সামনে লাগানো পোস্টারে লেখা সবুজের অভিযান।শুধু তাই নয়। পরিবেশ মুক্ত রাখতে সাইকেলে ভ্রমণ করে বিভিন্ন জায়গায় চারাগাছ রোপণ করছেন শিক্ষক রামপ্রসাদ নস্কর। সেইসঙ্গে সৌরশক্তিচালিত যন্ত্রপাতি ব্যবহারের জন্য মানুষদেরকে বার্তা দিচ্ছেন তিনি। তিনি ৩৪ দিনে আসামের ৩৫ টি জেলায় ভ্রমণের পর সাইকেল নিয়ে কলকাতাতে ফিরবেন আজ। সুভাষ গ্রামের বাড়িতে ফিরবেন আগামীকাল তিনি। রামপ্রসাদ নস্কর জানিয়েছেন পরিবেশ রক্ষার বার্তা দিতে ২০১০ সাল থেকে ভারতের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করছেন তিনি। উল্লেখ্য বাংলাদেশ, নেপাল, ঝাড়খন্ড, সহ একাধিক জায়গায় বার্তা পৌঁছে দিয়েছেন তিনি।সাইকেলে ভারতের কন্যাকুমারী থেকে কাশ্মীর, গুজরাট থেকে ত্রিপুরা সমস্ত রাজ্য ভ্রমণ করেছেন তিনি। সাইকেলে চেপেই দু’বার বাংলাদেশ এবং একবার নেপালও ভ্রমণ করেছেন রামপ্রসাদ। তিনি আরো জানিয়েছেন ১৯৯৫ সালের পর কোনও গাড়িতে চড়েননি, সাইকেলে চড়ে ভ্রমণ করেছেন গ্রাম থেকে শহর। গরমের ছুটি ও পুজোর সময় প্রতি বছর একা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তিনি। আরো জানিয়েছেন, ভ্রমণে বেরিয়ে দিনে ১০০ থেকে ১২০ কিলোমিটার সাইকেল চালান তিনি। অদূরভবিষ্যতে পেট্রোল, ডিজেল এবং তাপবিদ্যুতের সঞ্চয় ফুরিয়ে যাবে, তখন একমাত্র বিকল্প থাকবে সৌরশক্তি। রামপ্রসাদের কথায়, ‘সৌরশক্তির প্রয়োজনীয়তার বিষয় প্রচার করি। বন্যপ্রাণ রক্ষা এবং পরিবেশ রক্ষার বার্তা দিতেই বিভিন্ন জায়গায় সাইকেলে ভ্রমণ করি।’আগামী দিন পরিবেশকে বাঁচাতে। এই কাজ চালিয়ে যাব। তবে রামপ্রসাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এলাকার সাধারণ মানুষ থেকে পথযাত্রী মানুষ জনেরা।