আজ ১৭ ই নভেম্বর রবিবার, মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানা এলাকায় এক দিনে তিনটি মৃত্যুর ঘটনা ঘটলো, জানা গেছে আজ বেলা দশটা নাগাদ, পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরর পুরানো মুম্বাই রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ওই ব্যক্তির নাম স্বপন কর, বয়স ৫০, বাড়ি পাঁশকুড়া এলাকায়।
মেচগ্রামের কাছে ভোররাতে উড়িষ্যা গামী বাস ও দাঁড়িয়ে থাকা ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়, এই ঘটনায় বাসের কন্টাকটারের মৃত্যু হয়। এবং যখন হয় বাসের তিন যাত্রী।
অন্যদিকে কেশাপাট গ্রাম পঞ্চায়েতর অফিসের কিছুটা দূরেই এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় , সকালে গ্রামবাসীদের নজরে আসে, পাঁশকুড়া থানার পুলিশ দেহ উদ্ধার করে, জানাগেছে মৃত ব্যক্তির বাড়ি পাঁশকুড়া থানার কাঁটাবনী গ্রামে , নাম প্রভাস কোটাল, বয়স ২৮ বছর।
একই দিনে পরপর তিনটি ঘটনা ঘটায়, মানুষ উদ্যোগে, কিভাবে, পরপর ঘটনা, একজনের নাম , ঠিকানা ও বয়স জানা যায়নি, পুলিশ জানার চেষ্টা করছে, লাক্সারি বাসটি দুমড়ে মুচরে গেছে। দেউগুলকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , ভারত