কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের পাবলিক লাইব্রেরীতে ঋদ্ধি সাহিত্য পত্রিকার একটি কবিতার অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা হল রবিবার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্পাদক শ্রী মলয় কুমার নস্কর। এদিনের অনুষ্ঠানে একটি নাটক মঞ্চস্থ হয়।গণপতি নস্করের পরিচালনায় নাটিকার নাম বোকা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে অধ্যাপিকা সান্তনা চক্রবর্তী, সরোজিনী নাইডু কলেজ ফর ওমেন বিষিষ্ট প্রাক্তন শিক্ষক শ্রী নির্মল কুমার সামন্ত, শ্রী পরিমল ভৌমিক, গোষ্ঠ বিহারি খাঁড়া, বিশিষ্ট সমাজসেবী তথা কবি,ও ডাঃ লিয়াকত আলি লস্কর,সহদেব মন্ডল,ত্রিনয়ন দাস সহ শতাধিক কবি সাহিত্যিক অংশগ্রহণ করেন।