আজ ১৯শে নভেম্বর মঙ্গলবার, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছায় খাদানে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে বন্ধ, ফলে শ্রমিকদের বিক্ষোভ দেখা দিয়েছে,
জানা গিয়েছে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বেই চলে ছাই খাদানের কাজ। তবে আজ সকাল থেকে ছাই খাদানের গেটের সামনে আইএন টি টি ইউ সির সমর্থিত শ্রমিকরা হাতে পতাকা ব্যানার পোস্টার নিয়ে কাজের দাবিতে বিক্ষোভ দেখায়।।
মূলত দীর্ঘ প্রায় এক বছর পর হলদিয়ায় এ এম ইউ সংস্থা ছাই খাদানের কাজের বরাত পায়, তবে বিক্ষোভকারীদের দাবী ,বরাত পাওয়া এই সংস্থাটি এলাকার দীর্ঘদিন ধরে কর্মরত, কর্মীদের অবিলম্বে কাজে যোগ দেওয়াতে হবে। তবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উঠে আসছে এই ঘটনার পিছনে, এই ঘটনার জেরে ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী।
কোলাঘাটের ভিডিও অর্ঘ্য ঘোষ, জেলা পরিষদের আধিকারিক, কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিক সহ আলোচনার পরে অবশ্য ছাই খাদান পরিদর্শন ও মাপঝোপের কাজ শুরু হয়। বিষয়টি মাপঝোপের পর সঠিক আলোচনা বোসবেন ও ও শ্রমিকদের কাজের ব্যাপারটা দেখবেন। উপস্থিত ছিলেন আই এন টি টি ইউ সি নেতা সুবর্ণ সামুই,
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, ভারত