আশরাফুল আলম রিপন, মাগুরা প্রতিনিধি।
আওয়ামীলীগ আমলে ২০০৮ সালের নির্বাচনে রাস্ট্রীয় ক্ষমতার পট পরিবর্তনের পর প্রায় দেড়যুগ দেশে রাজনীতি শুন্য অবস্থায় মাগুরার শ্রীপুরের ঐতিহাসিক মিনি স্টেডিয়াম ময়দানে কোন রাজনৈতিক দলের বিপুল জনসমাগম তেমন হয় নাই বলা চলে। উৎসবের আমেজে জনতার ঢল শ্রীপুর বাসীর মন থেকে ভুলেই গিয়েছিল। দীর্ঘ সময় পর নুতন এই বাংলাদেশে শ্রীপুর বিএনপির ১৭ ই নভেম্বরের স্মরণাতীত কালের জনসভায় শ্রীপুরের মানুষ দেখল অভূতপূর্ব জনতার ঢল।
গত শনিবার দুপুরের আগেই উপজেলার ৮টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজার হাজার লোক খন্ড খন্ড ব্যানার ও মিছিল নিয়ে উপজেলা পরিষদ সংলগ্ন মিনি স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হতে হতে জনসমুদ্রে পরিনত হয়ে যায়। বিকেল ৪টার দিকে শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো’র সভাপতিত্বে মুক্তমঞ্চে ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লবের চেতনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির দুঃসময়ের কাণ্ডারি ও মাগুরা-১ আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী জনপ্রীয় নেতা আলহাজ্জ্ব মনোয়ার হোসেন খাঁন। আলোচনা সভায় প্রধান অথিথি মনোয়ার হোসেন খাঁন বলেন বিএনপি ৩১ দফা কর্মসুচীতে দেশের অধিকাংশ মানুষ মুক্তির লক্ষে নুতন করে বাচার স্বপ্নদেখছে।
আলোচনা সভায় শ্রীপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মুন্সী রেজাউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাগুরা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক খান হাসান ইমাম সুজা, মাগুরা সদর উপজেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহম্মদ, শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি, বদরুল আলম হিরো, সাধারন সম্পাদক মুন্সী রেজাউল করিম, উপজেলা মহিলা দলের আহবায়ক শাহানা ফেরদৌস হ্যাপি, উপজেলা,কৃষক দলের আহবায়ক মেহেদী হাসান মুকুল,উপজেলা ছাত্রদলের আহবায়ক, মুন্সী ইয়াসিন আলী সোহেল,আবু জাফর মন্ডল, মফিজুল হক বাবলা,রাজিউল হাসান রাজন সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।