স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ)সিরাজগঞ্জের কাজিপুর কাজিপুর উপজেলার কাজিপুর ইউনিয়নের চরকাজিপুর গ্রামের মৃত আমির হোসেনের পুত্র বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান (বর্তমান বাড়ি নাটুয়াপাড়া) গত ১৯ নভেম্বর নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। নাটুয়াপাড়া ডিগ্রি কলেজ মাঠে বাদ আসর মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার এর নেতৃত্বে ও পুলিশের একটি চৌকস দল রাস্ট্রীয় মর্যাদায় সম্মাননা জানান। এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খোকাসহ অন্যান্য স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ ও আত্মীয় স্বজন এবং জনসাধারণ। তিনি কাজিপুর উপজেলার কাজিপুর সদর ইউনিয়নের চরকাজিপুর গ্রামে ১ লা জানুয়ারী ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন আর ১৯ নভেম্বর ২০২৪ সালে মৃত্যু বরণ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭২ বছর । মৃত্যু কালে তিনি স্ত্রী ও ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অকুতোভয় বীর সৈনিকদের মধ্যে যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ৫ নং সেক্টরে মেজর মীর শওকত আলী সেক্টর কমান্ডারের অধীনে সিলেটের পশ্চিম এলাকা, সিলেট – ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ এবং বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চলে কয়েকবার সম্মুখ যুদ্ধে ঝাপিয়ে পড়েন পাকসেনাদের বিরুদ্ধে। হঠাৎ শত্রুদের একটি গুলি তার পায়ের গড়ালিতে লাগে। তবুও পিছু হটেননি তিনি। অবশেষে ৯ মাস যুদ্ধ করে পৃথিবীর মানচিত্রে নাম লিখেছেন স্বাধীন একটি দেশের নাম বাংলাদেশ। তার মুক্তিযোদ্ধা পরিচিত নম্বর ০১৮৮০০০১২৫৫।