1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
৩০ টাকায় আলু চাই, ৫০ টাকায় চাল চাই, গণহত্যার বিচার চাই: আমরা সাধারণ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংবিধান বিতর্ক ও কাঙ্ক্ষিত বাংলাদেশ- মোঃ আসাদুজ্জামান রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন পরিষদে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন ময়মনসিংহে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা সম্মেলন অনুষ্ঠিত প্রথমবারের মত থানচি প্রেসক্লাবের মরণোত্তর গুণীজনদের সংবর্ধনা প্রদান: গোপালগঞ্জের বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন চন্দ্রকোনার জাড়া গ্রামে সখের কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে, পুকুরে জলে তলিয়ে গেল যুবক উখিয়ায় ট্রাক ও বাইকের সং*ঘ*র্ষে নি*হ*ত ১ আ*হ*ত ২ নাগেশ্বরীতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার শাহজাদপুরে বাঘাবাড়ি মিল্ক ভিটার নতুন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

৩০ টাকায় আলু চাই, ৫০ টাকায় চাল চাই, গণহত্যার বিচার চাই: আমরা সাধারণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

 

শাসনের মসনদে রক্তাক্ত পদচিহ্ন: সাধারণ মানুষের দাবি কি শুনছে কেউ?

দেশের অন্তর্বর্তী সরকার গঠনের পথ যে কতটা রক্তমাখা, তা স্পষ্ট। এটি কোনো হাসি-খেলার গল্প নয়, বরং হাজারো মানুষের আত্মত্যাগের ইতিহাস। ছাত্র-জনতার রক্তে সিক্ত এই মসনদ আপনাদের হাতে। তাদের ত্যাগ আপনাদের ক্ষমতার ভিত্তি। কিন্তু প্রশ্ন হলো—আপনারা কীভাবে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবেন?

আমরা সাধারণ মানুষ; আমাদের কথা সরল—আলুর দাম ৩০ টাকা চাই, ৫০ টাকায় চাল চাই, জীবনের নিরাপত্তা চাই। এগুলো কোনো বিলাসী চাওয়া নয়, বরং ন্যায্য দাবি। আমরা এত সুশীল নই যে, সবকিছু মুখ বুজে মেনে নেব। আমরা ঘটে যাওয়া নির্মম গণহত্যার বিচার চাই, বিচার চাই। এই বিচারের দাবি শুধু কান্নার নয়, এটি আমাদের অধিকার, আমাদের রক্তের ঋণ।

কিন্তু যখনই আমরা ন্যায়বিচারের দাবি তুলতে যাই, তখন তা “অপপ্রচার” বা “অস্থিরতা সৃষ্টি” হিসেবে চিত্রিত হয়। এমনকি ন্যায়বিচারের দাবি তুললেও কেমন যেন এক অন্ধকার নীরবতা ঘিরে ধরে। কিন্তু ইতিহাস সাক্ষী, সাধারণ মানুষের কণ্ঠ কখনো চেপে রাখা যায় না।

যারা ক্ষমতায় আছেন, তাদের কাছে আমাদের সরাসরি প্রশ্ন—কীভাবে এই দেশ শাসন করবেন? ছাত্র-জনতা আপনাদের চেয়ারে বসিয়েছে। তাদের রক্তের ঋণ শোধ করার দায়িত্ব আপনাদেরই। ক্ষমতার আসনে বসার চেয়ে এই ঋণ শোধ করা অনেক কঠিন। আমরা দেখতে চাই, আপনারা কীভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করেন।

আমরা শান্তিপ্রিয় জাতি, কিন্তু অধিকার আদায়ের ক্ষেত্রে আপসহীন। সুশীলতার মুখোশ পরে কোনো লাভ নেই। আমরা চেঁচিয়ে বলব—বিচার চাই, ন্যায্য অধিকার চাই। শাসকের দায়িত্ব হলো সেই কণ্ঠস্বর শোনা, তাকে রুদ্ধ করা নয়।

দেশের প্রতিটি সাধারণ মানুষের কণ্ঠস্বরই শাসনের প্রকৃত শক্তি। সেই কণ্ঠস্বরের প্রতিধ্বনি যদি শাসনকাজে না আসে, তবে এই শাসন চিরস্থায়ী হবে না।

মো: তানজিম হোসাইন,
শিক্ষক ও সাংবাদিক

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি