মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার নবম প্রতিষ্ঠা বার্ষিকি বুধবার রাতে গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবে উদযাপন করা হয়। বাংলাদেশের খবর পত্রিকার গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি ও গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ এর সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি আসাদুল্লাহ আহমদ, রহনপুর রিপোর্টার্স ক্লাব এর সভাপতি ও দৈনিক যুগান্তর গোমস্তাপুর প্রতিনিধি নাহিদ ইসলাম, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাব সভাপতি ও ভোরের দর্পণ প্রতিনিধি আলাউদ্দিন পারভেজ, গোমস্তাপুর স্মার্ট ক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক গণমুক্তি পত্রিকার উপজেলা প্রতিনিধি সামিরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাপ্তাহিক ভোলাহাট সংবাদ প্রতিনিধি এরশাদ আলি প্রমুখ। আলোচনা শেষে ছোট শিশু নুহা খাতুন কেট কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় এবং পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন সাংবাদিক সাখাওয়াত হোসেন।