1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
নওগাঁর ধামইরহাটে বোয়েসেলের বিনা খরচে জর্ডানে নারী গার্মেন্টস কর্মী নিয়োগ বিষয়ক কর্মশালা - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপি নেতা গরু চুরি করে ভূরিভোজের আয়োজন সাংবাদিক জাফর কে হাত পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই কোম্পানীগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ২ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার মোরেলগঞ্জে শিশুশ্রম নিরসনে ঐক্যবদ্ধ উদ্যোগ: বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রশাসনের কম্বল বিতরন গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ বর্ধিত ভ্যাট ট্যাক্স প্রত্যাহারে দাবি গণঅধিকার পরিষদের ক্রিয়েটিভ বিজনেস ক্লাব (CBC) উপদেষ্টা এবং নির্বাহী কমিটি গঠন রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের ভূমিকা রাখতে হবে: মেয়র

নওগাঁর ধামইরহাটে বোয়েসেলের বিনা খরচে জর্ডানে নারী গার্মেন্টস কর্মী নিয়োগ বিষয়ক কর্মশালা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২২ বার পড়া হয়েছে

গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং আইওএম বাংলাদেশের সহযোগিতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ারের মাধ্যমে জর্ডানে নারী গার্মেন্টস কর্মী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জর্ডানের ক্লাসিক ফ্যাশনে কাজ করতে ইচ্ছুক ২১ থেকে ৪৫ বছর বয়সী নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে এই অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় বোয়েসেলের মহাব্যবস্থাপক এবিএম আব্দুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শওকত আলী।

বোয়েসেল সূত্রে জানা যায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বিদেশে জনশক্তি প্রেরণকারী একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেল। ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর হতে এদেশের অভিবাসন প্রত্যাশীদের নৈতিক, নিরাপদ ও সাশ্রয়ী অভিবাসন সম্পন্ন করে রেমিট্যান্স অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বোয়েসেল-এর মাধ্যমে দক্ষিণ কোরিয়া, জর্ডান, ফিজি, রাশিয়া, হংকং, জাপান, বুলগেরিয়া, ব্রুনাই, ও মালয়েশিয়াসহ বিশ্বের ৩৫টি গন্তব্য দেশের চাহিদা অনুযায়ী স্বপ্ন ও ক্ষেত্র বিশেষে বিনা খরচে দক্ষ/স্বপ্ন দক্ষ কর্মী নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। চলমান বৈদেশিক নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে বোয়েসেল নিয়মিতভাবে বিভিন্ন জেলার কর্মীদের দক্ষতার ভিত্তিতে বিভিন্ন গন্তব্য দেশের নিয়োগকারী কোম্পানির চাহিদা অনুযায়ী নিয়োগ করে আসছে। তারই ধারাবাহিকতায় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ারের মাধ্যমে জর্ডানে নারী গার্মেন্টস কর্মী নির্বাচন অনুষ্ঠানটি নওগাঁ জেলা শহরে হওয়ার কথা ছিল কিন্তু ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসারের একান্ত প্রচেষ্টায় এটি জেলা শহর থেকে ৫৬ কিলোমিটার দূরে বর্ডারের কোলঘেষা এই উপজেলাতে অনুষ্ঠিত হয়। ধামইরহাটের প্রশিক্ষিত নারী ও যুবকদের কর্মসংস্থান তৈরির মাধ্যমে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই এই অবহিতকরণ কর্মশালা ও দক্ষ নারী গার্মেন্টস কর্মী নির্বাচনের আয়োজন করা হয়। এই কর্মশালায় ২৫০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করে। বিদেশে কাজ করতে ইচ্ছুক এমন ২০০ জন নারী-পুরুষ এই কর্মশালায় নিবন্ধন করে। তার মধ্যে ৭ জন নারীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এইধাপে শুধুমাত্র নারী গার্মেন্টস কর্মীদের নেয়া হলেও পরবর্তীতে বিভিন্ন শ্রেণির কাজের উপর ভিত্তি করে পুরুষদেরও নেয়া হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, বোয়েসেলের উপ-মহাব্যবস্থক মোছা. নাজমুন নাহার, ব্যবস্থাপক হাবীবউল্লাহ খান, আইওএম বাংলাদেশ প্রতিনিধি লুবনা ফারজানা, ক্লাসিক ফ্যাশনের বাংলাদেশ প্রতিনিধি স্বপন, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, কৃষি বিষয়ক কর্মকর্তা মো. তৌফিক আল জুবায়ের, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাইসুল ইসলাম, সমাজসেবার উপ-পরিচালক, টিটিসির অধ্যক্ষ, ছাত্র প্রতিনিধিরা ও স্থানীয় প্রিন্ট মিডিয়ার ব্যক্তিগণ।

গোলজার রহমান
ধামইরহাট প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি