মোঃ আব্দুল গফুর শিকদার
(ভোলা) জেলা প্রতিনিধি
আজকের সভার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, জনাব মোঃ নিজাম উদ্দিন সাহেদ, টিম লিডার সিপিপি ৫ নং কলাতলী ইউনিয়ন ।
উপস্থিত ছিলেন , প্রধান অতিথি জনাব, বিপুল মন্ডল সুশীলন মনপুরা উপজেলা সমন্বয়কারী ।
উপস্থিত ছিলেন মোঃ জাফর ইকবাল অফিসার সুশীলন ৫নং কলাতলী ইউনিয়ন মনপুরা, ভোলা।
উপস্থিত ছিলেন মোঃ সাহাবুদ্দিন ইউপি সদস্য ৮ নং ওয়ার্ড ৫নং কলাতলী ইউনিয়ন পরিষদ ।
উপস্থিত ছিলেন দেশের কন্ঠের প্রতিনিধি,
জনাব মোঃ মিজানুর রহমান মনপুরা , ভোলা।
আলোচনা বিষয়বস্তু
দাতা সংস্থা বিশ্ব খাদ্য কর্মসুচি ( WFP) বাস্তবায়নে : সুশীলন।
CAA& SRSPপ্রকল্পের আওতায় সিপিপি স্বেচ্ছাসেবকদের জন্য আগাম সতর্কীকরণ বার্তা লাস্ট প্রচার বিষয় ওয়ারেন্টেসন ও ইউনিয়ন ভিত্তিক স্থানান্তর পরিকল্পনা প্রস্তুতকরণ সভা।
সভায় সিপিপিদের কার্যক্রম ও তাদের প্রশিক্ষণ দেওয়ায় ।
সিপিপি নারী সদস্যদের আলাদা নারী ও শিশুদের সংরক্ষণ ও গর্ভবতী মহিলাদের দুর্যোগ কালীন সময়ে কিভাবে দেখভাল করা যায় সে বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়।
শুরুতে সিপিপি স্বেচ্ছাসেবকের টিম লিডার মিশু আক্তার নিলয় তিনি ঘূর্ণিঝড়ের তিনটি সতর্ক বার্তা সম্পর্কে আলোচনা করেন। এবং গর্ভবতী মায়েদের উদ্দেশ্য কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেন দূর্যোগের সময় তাদের কে আশ্রয় কেন্দ্রে নিতে রাস্তা সাঁকো পরে প্রচুর জলোচ্ছ্বাসের সময় গর্ভবতী মা দেরকে জীবন বাজি রেখে আশ্রয় কেন্দ্রে নিতে হয় সেই ক্ষেত্রে, একটি ইস্পিট বোট ও রাস্তা মেরামত করার ব্যবস্থা করা হোক।
সিপিপি সদস্য, মোঃ লোকমান পাটোয়ারী বলেন প্রবল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় আমাদের এলাকায় প্রচুর পরিমাণে গবাদি পশুর মৃত্যু ঘটে উচ্চু কিল্লা না থাকার কারণে , তিনি সুশীলনের কর্মকর্তার নিকট, একটি উচ্চ কিল্লার দাবি করেন,
সিপিপি সদস্য মোঃ আঃ মতিন,বলেন, ৫ নং কলাতলী ইউনিয়ন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের জন্য একটি ঝুঁকিপূর্ণ ইউনিয়ন, এখানে মাত্র দুটি আশ্রয় কেন্দ্র, জনগনের বসত হিসাবে আরো কিছু আশ্রয় কেন্দ্রের প্রয়োজন, তিনি কিছু আশ্রয় কেন্দ্রের জন্য দাবি করেন,
সর্বশেষ প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে ঘূর্ণিঝড়ের সময় স্বেচ্ছাসেবক ভাইদের যে দায়িত্ব পালনের কিছু দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং তাদের জোর দাবি গুলো তার উদ্দ্যতম কতৃত্ব ।