1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
রাজাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যানসহ চার আ'লীগ নেতা কারাগারে - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানবতা সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা অসহায় দরিদ্র দুঃস্থ এতিম মাদ্রাসার ছাত্রদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন উত্তরাতে বিপুল পরিমাণ আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সিরাজগঞ্জের শাহজাদপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গী হযরত আলী মেমোরিয়াল একাডেমী এন্ড কলেজে আলোকিত মানুষ গড়ার লক্ষে কী করণীয়? শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বগুড়ায় ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ডা: মোঃ মশিউর রহমান এর বিরুদ্ধে বিশিষ্ট কলামিস্ট, লেখক, গবেষক ও সাংবাদিক সায়েক এম রহমানের স্বদেশ আগমন উপলক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের সংবর্ধনা রাজশাহী জেলা ডিবির সফল অভিযানকে দুর্বল করতে মরিয়া মাদক মাফিয়ারা ময়মমসিংহ রেঞ্জ ডিআইজি’র বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ সতেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ তাহিরপুরে শক রেস্পন্সিভ সোশ্যাল প্রোটেকশন প্রজেক্টের অবহিতকরণ সভা

রাজাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যানসহ চার আ’লীগ নেতা কারাগারে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে পালন করার সময় বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ চার জন আওয়ামী লীগের নেতাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৫ নভেম্বর) সকালে ঝালকাঠির আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক মোঃ রহিবুল ইসলাম ৪ জনেরই জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে। বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি কোর্ট পুলিশের পরিদর্শক পুলক চন্দ্র রায় জানান, রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের মামলায় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং বড়ইয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরউজ্জামান মনির, রাজাপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল মৃধা, বড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল (ইউপি সদস্য) এবং আওয়ামী লীগ সমর্থক তরিকুল ইসলাম মামুনকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বাদী হয়ে গত ২৯ আগষ্ট জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মনিরউজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হোসেন শহিদ জিলানী (মিলন মাহামুদ বাচ্চু), উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ খায়রুল আলম (সরফরাজ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জিয়া হায়দার খান লিটন, গালুয়া ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজসহ নামধারী ৪৪জন সহ অজ্ঞাত ২০০/৩০০ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজাপুর থানায় বিস্ফোরক আইনে মামলা (মামলা নং ৫) দায়ের করেন।

মামলায় বাদী উল্লেখ করেন, ২০২২ সালের ২৪মে পূর্ব নির্ধারিত বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে পালন করার সময় আগ্নেয়াস্ত্রসহ দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা বিএনপি অফিসে হামলা চালানো হয়। এসময় আসামিরা ফাকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আসামিরা নেতাকর্মীদের উপর হামলা ও ভাঙচুরে বিএনপি অফিসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ৭ লাখ ৩০হাজর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।

মামলার বাদী নাসিম উদ্দিন আকন জানান, নেতাকর্মীদের নিয়ে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করলে সেখানে ৩ শতাধিক লোক ককটেল বিস্ফোরণ, হামলা ও ভাঙচুর করে। এসময় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছিলেন। আমাদের অফিসের প্রায় ৮ লাখ টাকা মূল্যের মালামালের ক্ষতি হয়েছে। এর দৃষ্টান্তমূলক উপযুক্ত বিচার চাই।

ক্যাপশনঃ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং বড়ইয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরউজ্জামান মনির

সামীর আল মাহমুদ
ঝালকাঠি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি