আকতারুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ ‘কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দিবে তথ্য অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রোড শো অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ নভেম্বর ২০২৪ ইং তারিখ সোমবার সকাল ১০:৩০ মিনিটে, নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্পের আওতায় এই রোড শো অনুষ্ঠিত হয়। সেখানে বর্ণাঢ্য রোড শো এবং আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উপলক্ষে সরকারি ও বেসরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, তথ্য অধিকার আইন ‘২০০৯’ এর ব্যবহার জরুরি আপনি কি একমত? এই ক্যাম্পেইনে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ শামস তিলক।
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউল হক কমল, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ টিপু সুলতান, ডাসকো ফাউন্ডেশন (যুক্ত) প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ রুহুল আমিন ও স্কুল ফ্যাসিলিটেটর নির্মলা রানী, ফিল্ড ফ্যাসিলিটেটর ব্রজেন হেমরম, বিপল কিস্কু, কারিমা খাতুন প্রমুখ।
রোড শো টি চাঁপাইনবাবগঞ্জ শহরের বালিডাঙ্গা ইউনিয়ন থেকে শুরু করে গোবরাতলা ইউনিয়ন হয়ে ফতেপুর ইউনিয়ন প্রদক্ষিন করে আবার বালিয়াডাঙ্গায় মিলিত হয়।