মোঃ নাজমুল হাসান নাজির
বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুল লতিফ (৬৭) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। সোমবার (২৫ই নভেম্বর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া জেল সুপার ফারুক আহমেদ জানান, গত ১৫ আগস্ট মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গ্রেফতার হয়ে বগুড়া কারাগারে আসেন আব্দুল লতিফ। শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জেল সুপার আরও জানান, আব্দুল লতিফের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।