মোস্তাক আহমেদ বাবু রংপুর।
রংপুর বিভাগের গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় পূর্ব চন্দিয়া গ্রামে,আট মাসের এক শিশুকে,অপহরণের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে,ফুলছড়ি থানা পুলিশের একটি চৌকোস টিম,উদ্ধার অভিযান পরিচালনা করেন ।
সরজমিনে গিয়ে জানা যায় : বাদী মোছা: শরিফা বেগম (২৫) থানায় অভিযোগ করেন। যে,তার আট মাসের শিশু ছেলে মোঃ আলিফকে ১৯ নভেম্বর ২০২৪,দুপুর১২:৩০ঘটির দিকে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাত ব্যক্তিরা তাকে অপহরণ। অভিযোগে তিনি উল্লেখ করেন,স্থানীয়দের তথ্য অনুযায়ী, জানা যায়।যে আসামি,মোঃ মোন্নাফ (৩০)এবং মোঃ আনা- রুল মিয়া(২৯) দুজনেই ফুলছড়ি উপজেলার ধনারপাড়া গ্রামের বাসিন্দা,এই অপহরণে জড়িত। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ,মোবাইল ফোনের লকেশন ট্র্যাক করে গত, ২০ নভেম্বর গভীর রাতে,গাইবান্ধা সদর থানাধীন ঘাগোয়া রূপার বাজার এলাকায় অভিযান চালায়। রাত ২টার দিকে শিশু মোঃআলিফকে উদ্ধার করে,অপহরণকারী মোঃ মোন্না- ফকে গ্রেপ্তার করেছেন,ফুলছড়ি থানা পুলিশের চৌকোস টিম।
উল্লেখ্য যেঃ এ ঘটনার পর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যে -কর সৃষ্টি হয়েছে। পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এ বিষয়েঃ ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। এবং শিশুটিকে উদ্ধার করি,শিশুটি এখন বর্তমানে সুস্থ অবস্থায় রয়েছে তার মায়ের কাছে।