1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বগুড়া ধুনটে দুই শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জের কাশিয়ানীতে ভেজাল সার ও কীটনাশক জব্দ নরসিংদীর,শিবপুর পুটিয়া কামারগাঁও অবৈধ মবিল কারখানা জব্দ মালিক গ্রেপ্তার ঠাকুরগাঁও এর সিনিয়র সাংবাদিক শাহীন ফেরদৌসের মৃত্যু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়িতে ছাত্র-যুব মতুয়া মহাসংঘের মহাসম্মেলন বাগেরহাটে ফেনসিডিল ও বিদেশী মদসহ যুবক গ্রেফতার মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের সহায়তায় ১ টি ভেকু ও ৩ টি ট্রাক আটক বাগেরহাটে পৌর জামাতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম মডেল স্কুল’র বার্ষিক পুরস্কার বিতরণীয় ও ফলাফল প্রকাশ কাউখালী উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতিঃ শফিক কোম্পানির গুরুতর বাইক এক্সিডেন্ট দেখতে ছুটেযান দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন ভাঙ্গুড়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া ধুনটে দুই শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

 

মোঃ নাজমুল হাসান নাজির
বগুড়ার ধুনটে গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। বার্ষিক পরীক্ষার রুটিনে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ লোগো ব্যবহার করায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করেন। জানা যায়, ২৪ নভেম্বর থেকে উপজেলার গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হয়। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া পরীক্ষার রুটিনের উপরে ডান পাশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা লোগোটি নিয়ে বেশ সরগল পড়ে যায়। ২৭ নভেম্বর রুটিনটি গনমাধ্যম কর্মীদের হাতে এলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। ইউএনও”র নির্দেশ পাওয়ার পর ওইদিন বিকেলেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানকে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে নোটিশ প্রদান করে।
অন্যদিকে ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৮ই নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকে প্রধান শিক্ষক আতাউর রহমান ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি প্রতিষ্ঠানের গ্রন্থাগার আসাদুল ইসলামের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এখনো শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে বসে আছে। বিদ্যালয়ের গূন্থাগার আসাদুল ইসলাম মিলে একটি চক্র গড়েছে। দ্রুত এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। জানা গেছে ৫ আগস্ট ফ্যাসিষ্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। তার দেশ ত্যাগের পর সব কিছুর পরিবর্তন হলেও বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে কোনো পরিবর্তন হয়নি। তারা এখনও শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে বার্ষিক পরীক্ষার রুটিনে প্রধান শিক্ষক শেখ হাসিনার বার্তা রেখেছে। ফ্যাসিষ্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার এজেন্ডা বাস্তবায়নকারী প্রধান শিক্ষক ও গূন্থাগার আসাদুল ইসলাম প্রতিষ্ঠানে দুষ্টুচক্র হিসেবে রয়েই গেছে। তারা দাবি করে বলেন প্রধান শিক্ষকের এহেন কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরী।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান আলী সরকার, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিঠু, উপজেলা ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, আলম হাসান, স্বরন তালুকদার, রাসেল আহম্মেদ, বিপ্লব, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম রেজা পলাশ, রাজু আহম্মেদ, কৃষকদল সভাপতি আলমগীর ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল হাকিম বাবু, জয়নাল আবেদীন জনি, ছাত্রদল নেতা আল-আমিন,রাব্বি হাসান রিয়াদ, সজিব আহম্মেদ, আতিক রহমান, রায়হান। বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী নাহিদ, নাইম, সজিব, সাগর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি