মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আদালতের কার্যক্রম স্থগিত রেখেছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রামের ৭৪টি আদালতে শুনানি বন্ধ রয়েছে। আইনজীবীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।
নগরের লালদিঘীর পাড় ও কোতোয়ালী মোড় ঘুরে বিক্ষোভ মিছিল শেষে আদালত প্রাঙ্গণে সমাবেশ হয়। এ সময় ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার ও কো-কনভেনার অ্যাডভোকেট শামসুল আলম দ্রুত বিচার দাবি করেন।
সাইফুল হত্যায় ইসকন সংশ্লিষ্টতার অভিযোগ এনে সংগঠনটি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন আইনজীবীরা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান জানান, আদালতের কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার আদালত প্রাঙ্গণে সংঘর্ষের সময় সাইফুল ইসলামকে হত্যা করা হয়। তিনি আইআইইউসি থেকে এলএলবি পাস করে আইন পেশায় যুক্ত হয়েছিলেন।