তানভীর আহমেদ পাটগ্রাম
প্রতিনিধি:
লালমনিরহাট সদর এলএসডি’র অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ/২০২৪-২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা খাদ্য বিভাগের আয়োজনে এ আমন ধান ও চাল সংগ্রহ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ধান ও চাল সংগ্রহ শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক অনিক পাল অন্তু। এ সময় লালমনিরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে, লালমনিরহাট কারিগরী খাদ্য পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম, লালমনিরহাট সদর এলএসডির খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ.ম হাবিবুল হক, লালমনিরহাট জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু, আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী, সদস্য আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক মোঃ রমজান আলীসহ কৃষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, অভ্যন্তরীণ আমন ধান ১০৭৯মেঃ টন ও আমন চাল ২৮৮১মেঃ টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।