1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
সৈয়দ মোর্শেদ কামাল স্মৃতি সংসদের উদ্যোগে কম্বল ও খাবার বিতরণ কালিহাতীতে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নীলফামারীতে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামীর ৩ বছরের কারাদন্ড মনপুরায় জুলাই বিপ্লবের ঘোষনাপত্র প্রকাশের দাবিতে লিপলেট বিতরন আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ডুমুরিয়ায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে তরুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ”- শীর্ষক কর্মশালা বিনিনিরাইলে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশে সারের কোনো সংকট নেই, ন্যায্যমূল্যে সার ও বীজ পাবে কৃষক- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৪ বার পড়া হয়েছে

ডুমুরিয়া উপজেলায় রবি ২০২৪-২৫ মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। এছাড়া কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৮নভেম্বার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক কৃষকের মধ্যে এসব বীজ বিতরণ করা হয়। ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন,ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, এস পিপি ও মোঃ আলী আহসান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা রনজিৎ বালা, আশুতোষ কুমার দাস, নিরাবিন্দু মল্লিক, দাস নলহরি, শিক্ষা রানী মন্ডল, শুধা রানী জদ্দার, সন্ধ্যা রানী গোলদার, মুক্তা রানী সরকার, রবিউল ইসলাম, রেজাউল ইসলাম, এম এম আব্দুস সামাদ, প্রকাশ রায়, আব্দুস সাত্তার মোড়ল, অমিত বিশ্বাস,আবু হুরাইরা
ইকবাল হোসেন, নুরুন নাহার, করুন মন্ডল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আলী হাসান, নিতীশ মন্ডল, আপতাব বিশ্বাস, রুবেল শেখ, জালাল, প্রমুখ উপস্থিত ছিলেন। পরে, ডুমুরিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক শতাধিক কৃষকের মধ্যে জনপ্রতি দুই কেজি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ৮হাজার ১শ কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হবে। এছাড়া ৪০০ জন কৃষকের মাঝে হাইব্রীড জাতের শাকসবজির বীজ ও রাসায়নিক সার,ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১হাজার টাকা বিতরণ করা হয়েছে।

শেখ মাহতাব হোসেন।
ডুমুরিয়া খুলনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি